কুমিল্লার বরুড়ায় সামাজিক সংগঠনকে সক্রিয় করার লক্ষ্যে ভলান্টিয়ার্স এসোসিয়েশন অব বরুড়া (ভাব), মানব কল্যাণের জন্য ঐক্য এর উদ্যোগে চা এর আড্ডা অনুষ্ঠিত হয়েছে।
১৬ জুন শুক্রবার বিকেলে স্বেচ্ছাসেবী আজহার সুমন এর সঞ্চালনায় ও সিরাজদিখান উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার ও ভলান্টিয়ার্স এসোসিয়েশন অব বরুড়া(ভাব) এর সভাপতি মোঃ মিজানুর রহমান ভূঁইয়ার সভাপতিত্বে চায়ের আড্ডায় বক্তব্য রাখেন বরুড়া উপজেলা প্রেসক্লাবের সভাপতি ঝলম কলেজের সিনিয়র প্রভাষক মোহাম্মদ মাসুদ মজুমদার, বরুড়া প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক ও ওরাই আপনজন সংগঠনের সভাপতি মোঃ ইলিয়াছ আহমদ । অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মানুষ মানুষের জন্য সংগঠনের সভাপতি স্বেচ্ছাসেবী আজহার সুমন ধুমপান মুক্ত বরুড়া চাই সামাজিক সংগঠন এর সমন্বয়ক দেন্নাগরের কবি সোহেল রানা, গাজী জহিরুল ইসলাম, “কশামী নবজাগরণ যুব সংঘ” আহবায়ক সোহাগ মোল্লা, নারী অধিকার ফোরামের সমন্বয়ক অ্যাডভোকেট শাকিলা জামান, সাধারণ সম্পাদক পারভীন সুলতানা সহ উপজেলা পৌরসভা থেকে আগত সকল ভলান্টিয়ার্স বৃন্দ উপস্থিত ছিলেন।